Chonlto din shudhui vora jiboner bastotay,
Chotachuti jibon-poth e ar shukhpakhi khojar jontronay,
Ektuo thakena beche oboshor ....
Gore tola shei dirgho badh,joriye shudhui kolpona,
Misrotake dure shorano gache kintu mon pore thake niye alpona,
Kostota ke niviye jhore dukkho onorgol...
Brishtir shei shitol dhara hariye je gache,
Shei kobe....shei nodir tire..
Ager shei purono diner khub kache...
Brishti mone pore oshojjho jontronay,Dite ektukhani shukh,
Brishti mone pore bastotar ek-konay,shantona shei odvut,
Brishti mone pore jokhon rod jay haray,megh-ghera akashe,
Brishti mone pore shudhui tomay,cheye thaka kolpo-pothe ||
Binduhin britto ami jeno khuje firi bindu jibon,
Ghorir tiktik kata amay jeno tariye beray diye dirgho krondon,
Vulte boshechi oboshorta ke,brishti tomay amar chai vishon,
Jhore pore golap পাপড়ি, ar futonto tomar kanon ||
Akash tole nogno mathe ghash-ful nache shirir niye,
Rod bolche aro nacho,ar jochona dey mon hariye,
E je shudhui shopno;bastober mukher dike achi takiye,
Velay chore brishtir kotha mone pore ar chai dite nodir dheu k nachiye ||
চলন্ত দিন শুধুই ভরা জীবনের বাস্ততায়
ছোটাছুটি জীবন পথে আর সুখ-পাখি খোজার যন্ত্রনায়
একটু থাকেনা বেছে অবসর,,,,,,
গড়ে তলা সেই দীর্ঘ বাধ জড়িয়ে শুধুই কল্পনা,
মিশ্রতা কে দুরে সরানো গ্যাছে কিন্তু মন পরে থাকে নিয়ে আল্পনা,
কষ্টটা কনিয়ে চলে দুক্ষ অনর্গল /
বৃষ্টির সেই শীতল ধারা হারিয়ে যে গ্যাছে,
সেই কবে....সেই নদীর তীরে...
আগের সেই পুরনো দিনের খুব কাছে,
বৃষ্টি মনে পরে অসজ্জ্হ যন্ত্রনায়,দিতে একটু সুখ,
বৃষ্টি মনে পরে ব্যস্ততার এক কনে,সান্তনাও সেই অদ্ভুত,
বৃষ্টি মনে পরে যখন রোদ যায় হারায়,মেঘ ঘেরা আকাশে,
বৃষ্টি মনে পরে শুধুই তোমাকে,চেয়ে থাকা কল্প-পথে ||
বিন্দুহীন বৃত্ত আমি যেন খুঁজে ফিরি বিন্দু জীবন ,
ঘড়ির টিকটিক কাটা যেন তাড়িয়ে বেড়ায় দিয়ে দীর্ঘ ক্রন্দন ,
ভুলতে বসেছি অবসর টাকে ,বৃষ্টি তোমায় আমার চাই ভীষণ,
জোরে পরে গোলাপ পাপড়ি , আর ফুটন্ত তোমার কানন ||
আকাশ তলে নগ্ন মাঠে ঘাস-ফুল নাচে শিশির নিয়ে,
রোদ বলছে আরো নাচ , জোছনা দেয় মন হারিয়ে,
এ যে শুধুই স্বপ্ন ; বাস্তবের মুখের দিকে আছি তাকিয়ে,
ভেলায় চড়ে বৃষ্টির কথা মনে পরে আর চাই দিতে নদীর ঢেউ কে নাচিয়ে ||